প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা


, আপডেট করা হয়েছে : 23-04-2024

প্রথমবার সালমানের সঙ্গে কিয়ারা

বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। বর্তমানে তিনি ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আখতারের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমার শুটিং। 


এরই মধ্যে নতুন খবর প্রকাশ হলো বলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে। টাইমস ইন্ডিয়া জানায়, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।


সিনেমার নাম ‘সিকান্দার’। এটি পরিচালনা করবেন আমির খানের ‘গজনী’-এর নির্মাতা এ আর মুরুগাদোস।


সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিন কার্তিক আরিয়ানও গিয়েছিলেন।


সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরও পাঁচ বছর আগে আলোচনা হয়েছে। এটি ২০২৫ সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার