ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত


, আপডেট করা হয়েছে : 24-04-2024

ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে নতুনবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ২ যাত্রী ঘটনাস্থলেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। 


নিহতদের মধ্যে একজন পুরুষ (৫০) ও একজন নারী (৪০) রয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছেড়ে আসে। কিন্তু বিদ্যাময়ী স্কুলের পিছনের লেভেলক্রসিংটি বাঁশ দিয়ে আটকানো না থাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা পঁচাপুকুরপাড় সড়কে উঠার সময় ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। 


এ সময় অটোরিকশাটি লেভেলক্রসিং থেকে কমপক্ষে ২০০ হাত দূরত্বে নতুনবাজার রেলক্রসিং পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে রেললাইনের দুপাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও জিআরপি ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। 


কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন পুরুষ ও আরকজন নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। তবে অটোরিকশায় কয়জন ছিল সেটি জানা যায়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার