পবার হড়গ্রামে বিট পুলিশিং সভা


, আপডেট করা হয়েছে : 26-06-2022

পবার হড়গ্রামে বিট পুলিশিং সভা

রাজশাহীর পবায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে হড়গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক বিরোধী, বাল্য বিবাহ রোধসহ জনচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়।

আরএমপি কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন কাশিয়াডাঙ্গা বিভাগের ডিসি বিভূতি ভূষন ব্যানার্জী।

হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ এসএম মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা এডিসি মো. সাখওয়াত হোসেন, কাশিয়াডাঙ্গা জোনের এসি আরিফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন বিট কর্মকর্তা আব্দুল হাকিম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ সচিব নূরুন নাহার, ইউপি’র সদস্য দুলাল হাসান, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মনুসর রহমান, কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন, তারিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমানসহ বিট পুলিশিং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার