উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: আব্দুস সালাম


, আপডেট করা হয়েছে : 30-04-2024

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: আব্দুস সালাম

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘সাত জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সব বিরোধী দল প্রত্যাখ্যান করেছে।’ 


সোমবার দুপুরে রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংক রোডের সামনে তীব্র দাবদাহে জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। 


আব্দুস সালাম বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রহসন করছে। জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের উš§ুক্ত করেও ভোটার উপস্থিত করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়েছে। উপজেলায় মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনার পরিকল্পনা করছে সরকার। কিন্তু এ ফর্মুলা কাজে আসছে না।’

সালাম দাবি করেন, সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র দাবদাহ। অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করছে। তাপবিদ্যুতের নামে কয়লা পুড়ছে, পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য শিল্পকারখানার নামে পরিবেশ ধ্বংস করছে। সরকার

সুন্দরবনকে ধ্বংস করছে। তারা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।

ঢাকা মহানগর দক্ষিণের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, আব্দুস সাত্তার, সদস্য ফারুকজ্জামান, মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী রানী, সাধারণ সম্পাদক আহমদ আলী প্রমুখ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার