দলে জায়গা না পেয়ে স্ক্রিনশট ফাঁস করার হুমকি পাকিস্তান ক্রিকেটারের


, আপডেট করা হয়েছে : 08-05-2024

দলে জায়গা না পেয়ে স্ক্রিনশট ফাঁস করার হুমকি পাকিস্তান ক্রিকেটারের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদির। দলে সুযোগ না পেয়ে স্ক্রিনশট ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি। 

পাকিস্তান জাতীয় দলের ২৫টি টি-টোয়েন্টি খেলা উসমান ২০ ইনিংসে ৩১টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন তিনি। কাদির দাবি করেন, তার সঙ্গে অবিচার করেছে টিম ম্যানেজমেন্ট। প্রমাণ হিসেবে তার কাছে থাকা স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছেন এই ক্রিকেটার। 

ইউটিউব ভিডিতে উসমান বলেন, ‘২০২২ বিশ্বকাপের আগে আমরা যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম, আমি আঙুলে চোট পাই। কিছু লোক তখন বলেছিল— আমার আঙুল ভাঙা, আমি নাকি মজা করার জন্য সফর করছি। আমি যখন জিজ্ঞেস করলাম, আমি কি স্কোয়াডে থাকব? টিম ম্যানেজমেন্ট আমাকে বলল, আমার দুই সপ্তাহ বিশ্রামে থেকে সুস্থ হওয়া প্রয়োজন। পাকিস্তানের প্রধান মেডিকেল অফিসার জানালেন, আমি বোলিংয়ের জন্য প্রস্তুত। পরের দিন আমি নেটে বোলিং করতে গেলে সাকলায়েন ভাই জানান, ১৪ দিনের আগে আমি বল করতে পারব না।’ 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার