ঘুমাচ্ছিলেন চালক, চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২


, আপডেট করা হয়েছে : 11-05-2024

ঘুমাচ্ছিলেন চালক, চায়ের দোকানে লরি ঢুকে নিহত ২

দিনাজপুরের কাউগা এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় তেলের লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ দুইজন। 


শনিবার ভোরে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং কাউগা হাটখোলা গ্রামের রানা।


পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে তেলের লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এ সময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশপ্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন।


দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে আটক করা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার