ঝিনাইদহ-১ উপনির্বাচনে বৈধ প্রার্থী তিনজন


, আপডেট করা হয়েছে : 12-05-2024

ঝিনাইদহ-১ উপনির্বাচনে বৈধ প্রার্থী তিনজন

জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 


তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী শৈলকুপা উপজেলা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নায়েব আলী জোয়াদার, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স ঢাকার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল গ্রামের হাফেজ মোজাহেরুল ইসলামের ছেলে মো. আবদুল আলীম নিজামী।


মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত এক শতাংশ সমর্থকের স্বাক্ষরযুক্ত তালিকা যথাযথ না থাকায় নজরুল ইসলামের স্ত্রী মুনিয়া আফরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। 


৫ জুন অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এ খবর নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা মো. হুমায়ুন কবির।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার