রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫


, আপডেট করা হয়েছে : 12-05-2024

রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার শিক্ষার্থী জন। গতবছর এই পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে।


প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। শতকরায় যা ৮৯ দশমিক ৩ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন।


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। শতকরার হিসেবে ৮৯ দশমিক ৩ শতাংশ।


এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার