যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরি থেকে ৪৬ লাশ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 28-06-2022

যুক্তরাষ্ট্রের টেক্সাসে লরি থেকে ৪৬ লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিওতে একটি লরি থেকে অন্তত ৪৬ লাশ উদ্ধার করা হয়েছে। 


সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত মৃত লাশগুলো অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির


স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি। 


কেএসএটি টিভি চ্যানেলের মতে, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেলপথের পাশে পড়েছিল।


মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।


নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিভাগের কর্মকর্তারা সান আন্তোনিওর ঘটনাস্থল তদন্ত করছেন। লরিটির চালককে পাওয়া যায়নি।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাশ উদ্ধার করা ওই লরির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিওর পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের লাশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।


টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন।


যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটারজুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এই গ্রীষ্মে সেখানে সোমবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার