মোহনপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 28-05-2024

মোহনপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল মোহনপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে মোহনপুর উপজেলার কুঠিবাড়ী বাজারে এ অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতর নাম শরিফ আহম্মেদ (১৯)। তিনি বাগমারার শিকদারি এলাকার আমজাদ হোসেনের ছেলে।


র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারী শরিফ অটোভ্যান যোগে আম পরিবহণের সাথে কৌশলে ফেন্সিডিল নিয়ে মোহনপুর উপজেলার কুঠিবাড়ী বাজারে অবস্থান করছে।


এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা আমের বস্তায় তল্লাশী চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।


র‌্যাব জানায়, শরিফ পেশায় একজন ট্রাকের হেলপার। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদক ফেনসিডিল পাচার করে আসছিল।


তিনি সংঘবদ্ধ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। শরিফকে মোহনপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার