আফগানিস্তানে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 01-06-2024

আফগানিস্তানে নৌকা ডুবে ২০ জনের মৃত্যু

আফগানিস্তানে নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শনিবার নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।


নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন এক এক্সবার্তায় বলেছেন, শনিবার সকাল ৭টার দিকে প্রদেশের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদী পাড়ি দেওয়ার সময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাঁতরে পাঁচজন তীরে উঠতে পেরেছেন। এই পাঁচজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।


এক বিবৃতিতে নানগারহার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিকেল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এ নৌকাডুবি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার