নগর পুলিশের অভিযানে জাল টাকা কারবারী গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 02-06-2024

নগর পুলিশের অভিযানে জাল টাকা কারবারী গ্রেপ্তার

রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকা থেকে জাল টাকা সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতর নাম কাজী খালেকুর জামান বাঁধন (২১) । তিনি লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।


নগর পুলিশ জানায়, গতকাল শনিবার  বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি  টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।


উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল বিকেল ৪ টায় বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী খালেকুর জামান বাঁধনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার জাল টাকা উদ্ধার হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার