রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে ২৪ জন আটক, সরঞ্জামাদি ও টাকা উদ্ধার


, আপডেট করা হয়েছে : 15-06-2024

রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে ২৪ জন আটক, সরঞ্জামাদি ও টাকা উদ্ধার

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় জুয়ার আসর থেকে নগর টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৪ জনকে আটক করা হয়েছে।


রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার দিবাগত রাতে লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘর থেকে তাদের আটক করে। এসময় ৬ সেট প্লেয়িং কার্ড, ৫২ টি বিভিন্ন রংয়ের তাস, নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা, ১ টি ল্যাপটপ ও ১ টি এ্যাকসেস মডেলের ল্যাপটপ উদ্ধার করেছে র‌্যাব।


আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তিরা নগরীর লক্ষীপুর কাঁচাবাজার এলাকার একটি ক্লাব ঘরে জুয়া খেলছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় ২৪ জনকে।


আটককৃতরা হলো- নগরীর চন্ডিপুর এলাকার মোহাম্মাদ আলীর ছেলে আলী হাসান তুষার (৩৩), দাসপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মমিন (৩৫), ভাটাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫২), চন্ডিপুর এলাকার আক্তার হোসেনের ছেলে ইনজামুল হক (২৪), ভাটাপাড়ার ফজলুর রহমানের ছেলে সেলিম রহমান (৫২), চন্ডিপুর এলাকার মুজদার আলীর ছেলে রাকিব এহসান সৌরভ (২৭), লক্ষীপুরের ইলিয়াসের ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডিপুর এলাকার হোসেন খানের ছেলে এনায়েত উল্লাহ খান (৪৫), লক্ষীপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মাসুম আহমেদ (৪৮), কাজিহাটা এলাকার আহমেদ হোসেনের ছেলে জুলফিকার হোসেন (৪৩), ভাটাপাড়া এলাকার গোলাম নবীর ছেলে রেন্টু (৩৫), কাজিহাটা এলাকার সুলতান গাজির ছেলে সজল গাজি (৩২) ও জালাল শেখের ছেলে সেলিম শেখ (৪৪), চন্ডিপুরের শহিদুলের ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন আলী (৪০), পদ্মা আবাসিক এলাকার গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫৮), কর্ণহার এলাকার কাজিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৬), রানীদিঘী এলাকার মুজাহিদ হোসেনের ছেলে মিনহাজ (৩৫), কাটাখালি বাজার এলাকার আকরাম আলীর ছেলে আব্দুল হাদি (৩৫), টাঙ্গুইন এলাকার মোহনলালের ছেলে সেলিম রেজা (৩৭), কাটাখালি এলাকার মহসিন আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪), ষষ্টিতলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে চারু (৩২), কাদিরগঞ্জ এলাকার হুমায়ুন কবীরের ছেলে মাহবুব আলম (৪০) ও বড়বনগ্রাম এলাকার খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।


আটকের পর তারা স্বীকার করে ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতো। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার এ জুয়া খেলা পরিচালনা করে আসছিল। আটকের পর তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার