প্রত্যয় স্কিম বাতিল দাবিতে ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট শিক্ষক সমিতির


, আপডেট করা হয়েছে : 01-07-2024

প্রত্যয় স্কিম বাতিল দাবিতে ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট শিক্ষক সমিতির

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেছেন শিক্ষক সমিতির নেতারা।

সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো অনুষ্ঠানেই অংশ নেননি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা।

তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা।

বয়কটের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা বলেন, ১ জুলাই আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকতে পারিনি। যেহেতু আমরা সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছি, সেই কারণে প্রতীকীভাবে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। তবে যারা যেতে ইচ্ছুক, তাদের আমরা বারণ করিনি।

এদিকে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ রাখা হয়।

প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলে জানান জিনাত হুদা।

তিনি বলেন, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। আজকে সারাদেশে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। এই আন্দোলন চলবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার