সিলেটে কমছে না পানি, উত্তরে আরও অবনতি


, আপডেট করা হয়েছে : 06-07-2024

সিলেটে কমছে না পানি, উত্তরে আরও অবনতি

সিলেটে বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে। নগরীর নিচু এলাকা থেকে পানি কোনোভাবেই কমছে না। বৃষ্টিপাত কম হলে একটু কমে। বৃষ্টি হলে ফের বেড়ে যায়। এভাবেই জলমগ্ন হয়ে আছে নগরীর উপশহর ও দক্ষিণ সুরমা সরকারি কলেজসহ গোটা এলাকা। অন্যদিকে দেশের উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হচ্ছে স্বপ্নের ভিটেবাড়ি। নিঃস্ব হয়ে পড়ছেন মানুষজন। 

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় বাড়িঘরে পানি উঠায় দুর্ভোগের পাশাপাশি সাপ বিশেষ করে রাসেলস ভাইপারের আতঙ্কে দিন কাটছে তাদের। এদিকে বন্যায় মানুষের দুর্ভোগের মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের ভূরিভোজের আয়োজন করায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরিমাণ কোথাও ভারি আবার কোথাও মাঝারি থেকে হালকা। আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আগামী পাঁচ দিনের দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এদিকে সিলেটের জকিগঞ্জে ৪টি বাঁধ ভেঙে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভারত থেকে নেমে আসা পানির কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন বাসিন্দারা। নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। শুক্রবার পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস গণমাধ্যমকে জানান, পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বেশ কয়েক জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে সিলেটের প্রায় ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার