মোহনপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 09-07-2024

মোহনপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারতর নাম মাহমুদ হাসান ইনসান। তিনি মোহনপুর উপজেলার ধোরসা কোটালীপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬জুলাই) সকালে ওই গৃহবধূর কাছে দুই লাখ টাকা দাবি করেন তার স্বামী মাহমুদ হাসান ইনসান ও তার শ্বাশুড়ী জাহেদা বেগম (৫৬) ও শ্বশুর আফছার আলী। টাকা দিতে অস্বীকার করলে তারা ওই গৃহবধূর উপর শারীরিক নির্যাতন চালান। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প


রে স্থানীয় লোকজন তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করেন। এ ঘটনায় গত সোমবার (৮জুলাই) ওই গৃহবধু বাদি হয়ে মোহনপুর থানায় স্বামী, শ্বাশুড়ী ও শ্বাশুরের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে।


মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, গৃহবধূর দায়ের করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার