কোপা ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি


, আপডেট করা হয়েছে : 13-07-2024

কোপা ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ২০০১ সালে শেষবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল দেশটি। দীর্ঘ সময় পর আবার সেই শিরোপা ছুঁয়ে দেখতে মুখিয়ে তারা। আর শিরোপা নির্ধারণী ম্যাচটি যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সমর্থকরা, সেজন্য ফাইনালের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


সাধারণ ছুটির ঘোষণা দিয়ে কলম্বিয়ার সরকার প্রধান গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’


এই মুহূর্তে জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই সংবাদ সম্মেলন করে এই ছুটির ঘোষণা দেন তিনি। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, কলম্বিয়ার সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার