হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি ভেনম মওজুদ থাকা সত্বেও সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু!


, আপডেট করা হয়েছে : 14-07-2024

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি ভেনম মওজুদ থাকা সত্বেও সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু!

মোঃ রাজাবুল হক (রেজাউল) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- আজ সকাল ৮ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে সর্পদংশনের ঘটনা ঘটেছে।

 স্থানীয় সুত্রে জানাযায় যে, সংশ্লিষ্ট উপজেলার মোঃ কোরবান আলীর ছেলে মোঃ জালাল উদ্দীন আমন ধানের চারা রোপনের জন্য বীজতলা মাথায় নিয়ে মাঠে যাওয়ার সময় পথিমধ্যে গোখরো সাপে দংশন করে।সর্পদংশনের পর তাকে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  হাসপাতালে এন্টি ভেনম মওজুদ থাকা সত্বেও কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা না দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলে। রোগীর ভাই মোঃ দুলাল বলেন আমরা কর্তব্যরত চিকিৎসকে আমার ভাইয়ের চিকিৎসা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কোন লাভ হয়নি।চিকিৎসক রোগীকে দিনাজপুর নিয়ে যেতে বললে আমরা দিনাজপুর নিয়ে যেতে বাধ্য হই। দিনাজপুর যাওয়ার পথে বলিদ্বারা নামক স্থানে এক অঝাকে দেখায় সেখানে কিছু সময় অতিবাহিত হয় পরবর্তীতে দিনাজপুর নিয়ে যাওয়ার পথে রোগী মারা যায়।   


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার