টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। এরপরও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন অজি এই তারকা ওপেনার। বল ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার কোর্টে। তারা চাইলেই অবসর নেওয়া ওয়ার্নারকে আরও একবার খেলাতে পারতেন পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সেটি চায় না অজিরা। ওয়ার্নারের ফেরার দরজা স্থায়ীভাবে বন্ধ বলে জানিয়ে দিয়েছেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি।
ওয়ার্নারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছে নিয়ে বেইলি বলেন, ‘আমরা জানি ডেভিড অবসরের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে যে যা অর্জন করেছে তার জন্য সে প্রশংসিত হবে। তবে আমাদের পরিকল্পনায় পাকিস্তানে সে থাকছে না।’
ওয়ার্নারকে কেন ফেরাতে চায় না অজিরা সেটার ব্যাখ্যাও দিয়েছেন বেইলি। বলেন, ‘ওয়ার্নারের যে লিগ্যাসিটা রেখে গেছে তাতে করে আমরা তা বহন করে এগিয়ে যেতে চাইলে আরও ক্রিকেটার গড়ে উঠবে। তাছাড়া দল যেভাবে এই ট্রানজিশন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে, তাতে সামনে রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে আমাদের জন্য।’
একই দিন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বেইলি। বলেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালে। আমার মনে হয়, তখন স্কোয়াডে এখনের চেয়ে আরও বেশি পরিবর্তন আসবে। তবে স্টার্ক এবং ম্যাক্সওয়েলের ব্যাপারে আসলে আমাদের কোনো আলোচনা হয়নি যে তারা কখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবে।’
তবে এই দুই তারকা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের গুরুত্বপূর্ণ সদস্য সেটা নিশ্চিত করেছেন বেইলি, ‘অবশ্যই গ্লেন এবং মিচের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। বিশেষ করে স্টার্কের জন্য সামনের গ্রীষ্মটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে এটা সত্যি যে তারা ক্যারিয়ারের শেষের দিকে অবস্থান করছে, যদিও তারা কখন থামবে তা নিয়ে আমাদের আলোচনা হয়নি।’