আজ রাজশাহীতে ৩টার পর কারফিউ


নিজস্ব প্রতিবেদক : , আপডেট করা হয়েছে : 26-07-2024

আজ রাজশাহীতে ৩টার পর কারফিউ

আজ শুক্রবার রাজশাহীতে তিনঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে আরএমপির কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন (কারফিউ) জারী করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।এতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৬ জুলাই শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার