সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান মিনুর


, আপডেট করা হয়েছে : 05-08-2024

সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান মিনুর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে একদফার আন্দোলনে সর্বস্তরের জনগণ একাত্ম হয়েছে। মানুষ এ মুহূর্তে সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


মিনু বলেন, আমরা অত্যন্ত সহনশীলতার সঙ্গে ধৈর্য সহকারে শান্তিপূর্ণ উপায়ে চলমান শিক্ষার্থী আন্দোলনকে চূড়ান্ত সাফল্যের জায়গায় দেখার প্রত্যাশা করি। রাজশাহীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাসী আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কাশেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. ওয়াসিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার