লুটতরাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে : সেনাপ্রধান


, আপডেট করা হয়েছে : 08-08-2024

লুটতরাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে : সেনাপ্রধান

দেশে উদ্ভূত পরিস্থিতির সুযোগে লুটতরাজ ও ধ্বংসাত্মক কাজে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে। আমার ধারণা, তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা এসব অপরাধ করেছে, তাদের আমরা ছাড় দেব না।


অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’ গতকাল বুধবার বিকেলে রাজধানীতে সেনা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।


রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণসহ জনসাধারণের জন্য শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা যে ভূমিকা রাখছে, তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ছাত্ররা আমাদের সাহায্য করছে।


রাজধানীসহ গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।’

এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘যেহেতু ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকের কাজ করছে। এ ছাড়া রাস্তা এবং ভাঙচুর করা বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার