প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল


, আপডেট করা হয়েছে : 10-08-2024

প্রধান বিচারপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন। 

আজ শনিবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

ড. আসিফ নজরুল বলেন, যে দাবি এসেছে সেটা ছাত্রসমাজের পক্ষ থেকে। এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন।যখন আমরা দেখি ছয় বছরের একটা শিশু মারা গেছে, রিয়া গোপ- খুবই আবেগাপ্লুত হয়ে যাই।

তিনি বলেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন সমন্বয়করা। এত বড় একটা গণআন্দোলন, যেখানে ১৬-১৭ বছর ধরে থাকা একটা সরকার, যে সরকারের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। ফলে ওই রকম (শিক্ষার্থীদের) জায়গা থেকে চাপ আসা, প্রত্যাশা আসার পর প্রধান বিচারপতির কী করা উচিত তা ওনার ওপর ছেড়ে দিলাম।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার