সবাইকে গণজাগরণের অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি


, আপডেট করা হয়েছে : 11-08-2024

সবাইকে গণজাগরণের অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন।


শপথ গ্রহণ শেষে রবিবার (১১ আগস্ট) দুপুরে তিনি সুপ্রিম কোর্টে নিজ দফতরে আসেন।


এসময় সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সাংবাদিকরা নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানান। তখন প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন।’


এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।


গত ১০ আগস্ট রাতে নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।


একইদিন দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার