ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী আলোর পাঠশালার সচেতনতা কর্মসূচি


, আপডেট করা হয়েছে : 13-08-2024

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী আলোর পাঠশালার সচেতনতা কর্মসূচি

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি পালন করেছে। গত সোমবার (১২ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা পাঠশালার মাঠ এবং আশপাশের সকল ঝোপঝাড় পরিষ্কার করে। শিক্ষকবৃন্দ ডেঙ্গু বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের বাড়ির আশেপাশের ঝোপঝাড় এবং জমে থাকা পানি পরিষ্কার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাঠশালার পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্যসহ ব্যানার ও প্ল্যাকার্ড প্রতিটি শ্রেণি কক্ষে প্রদর্শণ করা হয়। এসময় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা কোথায় কীভাবে বংশবৃদ্ধি করে এবং কীভাবে এডিসের বংশবিস্তার প্রতিরোধ করা যায়, শিক্ষার্থীদের তা গল্পের ছলে বলে সচেতন করেন পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন ও সহকারী শিক্ষক সারফরাদ। 


উল্লেখ্য, সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম। প্রাথমিক অবস্থায় কারণ জেনে চিকিৎসা করা গেলে জ্বরও তাড়াতাড়ি যেমন ভালো হবে, তেমনি অনাকাঙ্ক্ষিত ঝুঁকিগুলোও এড়ানো যাবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার