বাংলাদেশে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা অস্বীকার করলেন রুশ রাষ্ট্রদূত


, আপডেট করা হয়েছে : 15-08-2024

বাংলাদেশে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা অস্বীকার করলেন রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের মাধ্যমে বাংলা‌দে‌শে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা ব‌লে‌ছিল ম‌স্কো। ত‌বে আট মাসের ব্যবধা‌নে সেই অবস্থান থে‌কে স‌রে ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত ব‌লে‌ছেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।


gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে আরব বসন্তের কথা অস্বীকার ক‌রেন রাষ্ট্রদূত।


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের আগে গত ডি‌সেম্ব‌রে ম‌স্কো ব‌লে‌ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ঘ‌টে যাওয়া ছাত্র-জনতার আন্দোলন কি সেই বসন্ত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূতরাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি

গত বছ‌রের ১৫ ডিসেম্বর ‘বাংলাদেশ’ বিষয়ে এক বিবৃতি দিয়েছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে পশ্চিমা শক্তিগুলোর পক্ষে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।


বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের (সা‌বেক মা‌র্কিন রাষ্ট্রদূত) উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার