খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’


, আপডেট করা হয়েছে : 20-08-2024

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে  ইতোমধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। 


এ প্রসঙ্গে পরিচালক এম কে জামান জানান, ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়ে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে। 


জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’


তবে সিনেমায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে কারা থাকবেন সে বিষয়ে এখনই খোলাসা করতে চাননি এ পরিচালক। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।


তার কথায়, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। তবে শুটিংয়ের আগেই সিনেমার কাস্টিং জানানো হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার