নারায়ণগঞ্জে দেয়ালচিত্রে ফেলানী হত্যার করুণ সেই করুণ দৃশ্য


, আপডেট করা হয়েছে : 21-08-2024

নারায়ণগঞ্জে দেয়ালচিত্রে ফেলানী হত্যার করুণ সেই করুণ দৃশ্য

সব অন্যায়ের প্রতিবাদস্বরূপ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেলানীর চিত্রও শোভা পাচ্ছে শিক্ষার্থীদের তুলিতে। এমনই একটি চিত্র লক্ষ্য করা গেছে নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা এলাকায়। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বুধবার (২১ আগস্ট) তাদের গ্রাফিতি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে ফেলানীর চিত্র দেখে জনমনে নতুন করে আলোচনার সৃষ্টি করছে। দীর্ঘ দিন পরে হলেও বাঙালি প্রতিবাদ করতে শিখেছে। 


এ প্রসঙ্গে আলাপকালে নারায়ণগঞ্জ কলেজের ছাত্র শাওন জানান, যে কোন অন্যায়ের প্রতিবাদ করা উচিত। একটা ছোট অপরাধ প্রশ্রয় পেলে আরেকটা বড় অপরাধ জন্ম নেয়। কাজেই দেশে যেন আর অন্যায় অবিচার না হয় সেটার আগাম বার্তা হিসেবে দেয়ালে চিত্রের মাধ্যমে প্রতিবাদ হিসেবে বেছে নেওয়া হয়েছে। 


শিক্ষার্থীরা জানান, এসব কাজের জন্য কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এটা চলছে চলবে। যেখানেই অন্যায়-অপরাধ হবে সেখানেই ছাত্রদের প্রতিবাদ অব্যাহত থাকবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার