শেখ হাসিনাসহ ১৭৮ জনের নামে বাড্ডা থানায় হত্যা মামলা


, আপডেট করা হয়েছে : 21-08-2024

শেখ হাসিনাসহ ১৭৮ জনের নামে বাড্ডা থানায় হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি ও সালমান এফ রহমানসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা হয়েছে। প্রগতি সরণিতে গত ১৯ জুলাই মো. সুমন সিকদার (৩১) নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় এ মামলা করা হয়।


বুধবার (২১ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চত করেন নিহত সোহাগের ভাই মো. বিল্লাল। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জন আসামির কথা উল্লেখ করা হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে সুমন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এ সময় প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল হচ্ছিল। মিছিল লক্ষ্য করে আসামিরা গুলি ছুড়লে তা সুমনের শরীরে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


মাময় উল্লেখযোগ্য আরও আসামির মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমিন্ত্রী জুনাইদ আহদের পলক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর নামও উল্লেখ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার