বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি বড় সাইজের ইলিশ। রোববার (৩ জুলাই) রাত ১০টার দিকে ইলিশটি আমতলী উপজেলার হাটে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, আমতলীর জেলে রাজু গাজী রোববার বিকেলে জাল ফেলেন পায়রা নদীতে। রাত ৮টার দিকে জাল টানলে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে মাছটি। রাত ৯টার দিকে পাইকারি বিক্রির জন্য আমতলীতে নিয়ে গেলে পাইকার আলামিন বয়াতি সাড়ে ৭ হাজার টাকায় জেলে রাজুর কাছ থেকে কিনে নেন মাছটি। পরে তিনি খুচরা বাজারে কামাল হোসেন নামের এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় বিক্রি করেন মাছটি।
পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জাগো নিউজকে জানান, মাছটি কেনার পরপরই অনেক লোক এক নজর দেখার জন্য ভিড় জমান। এ বছর আমতলী বাজারে এত বড় ইলিশ আর আসেনি।