শেখ হাসিনার ট্রেনে গুলির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতাকর্মীর জামিন


, আপডেট করা হয়েছে : 28-08-2024

শেখ হাসিনার ট্রেনে গুলির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতাকর্মীর জামিন

শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলার রায়ে বিগত পাঁচ বছর ধরে ফাঁসি, যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ডের আদেশে কারাবন্দী ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতাকর্মীর মধ্যে ৩০ জনকে জামিন দিয়েছেন আদালত।  


মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্টের আপিল বিভাগের বিজয়-৭১-এর ১১ আদালতের যৌথ বেঞ্চের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার শুনানি শেষে বন্দীদের জামিন দেন। 


বিএনপির ৩০ নেতাকর্মীর জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী।


তিনি জানান, যাবজ্জীবন রায়ে কারাবন্দী জামিনপ্রাপ্তরা হলেন আমিনুল ইসলাম আমিন, আজাদ হোসেন খোকন, ইসমাইল হোসেন, আলাউদ্দিন বিশ্বাস, শামসুর রহমান শিমুয়া, আনিছুর রহমান ওরফে সেকম, নুরুল ইসলাম আক্কেল, মোহাম্মদ রবি, এনাম, আবুল কাশেম, কালা বাবু, মামুন, মমিন ওরফে মামুন, সেলিম আহমেদ, কল্লোল, তুহিন, শাহ আলম লিটন, আবদুল্লাহ আল মামুন, তাহাজুল ইসলাম লাইজু, আবদুল জব্বার, পলাশ, আবদুল হাকিম টেনু, আলমগীর, আবুল কালাম আজাদ ও এ কে এম ফিরোজুল ইসলাম পায়েল।


দশ বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত যে ১৩ জনের জামিন মিলেছে তারা হলেন, ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান (ভিপি রাজু), আজমল হোসেন ডাবলু, আনোয়ার হোসেন জনি, রনো, বরকত আলী, চাঁদ আলী, এনামুল কবীর, মোক্তার, হাফিজুর রহমান মুকুল, হুমায়ুন কবীর দুলাল, জামরুল, তুহিন বিন সিদ্দীক ও ফজলুর রহমান প্রামাণিক।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার