দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ


, আপডেট করা হয়েছে : 31-08-2024

দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। টাইগার বোলারদের তোপে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানে চেয়ে ২৬৪ রানে পিছিয়ে আছে টাইগাররা।  


টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানেনে তাসকিন আহমেদ। এরপর শান মাসুদ ও সায়েম আয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। 


 

দলের পক্ষে আয়ুব ১১০ বলে ৫৮, মাসুদ ৬৯ বলে ৫৮ ও আঘা সালমান করেন ৯৫ বলে ৫৪ রান। বাংলাদেশের পক্ষে মিরাজ ৫টি ও তাসকিন নেন ৩টি উইকেট।


শেষ বিকালে মাত্র ২ ওভার ব্যাট করার সুযোগ্ম পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ৯ বলে ৬ রানে অপরাজিত আছেন সাদমান। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার