ঢামেকের আউটডোর বন্ধ, জরুরি বিভাগে উপচেপড়া ভিড়


, আপডেট করা হয়েছে : 02-09-2024

ঢামেকের আউটডোর বন্ধ, জরুরি বিভাগে উপচেপড়া ভিড়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা কর্মবিরতি স্থগিত হয়েছে। এতে হাসপাতালের সব বিভাগ চালু হলেও বন্ধ আছে আউটডোর (বহির্বিভাগ)। সেখানে নেই কোনো চিকিৎসক। ফলে জরুরি বিভাগে রোগীদের চাপ বেড়েছে কয়েক গুন। সোমবার (২ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালে সরেজমিনে দেখা যায় এমন দৃশ্য। 


আজ দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে সকাল থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। হাসপাতালের ভেতরে সেনা-বিজিবির পাহারায় চিকিৎসা চলছে। বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। রোগীরা এসে বাইরে অপেক্ষা করছেন কাউন্টার খোলার। অনেকে সেবা বন্ধ আছে জানতে পেরে চলে যাচ্ছেন। যাদের বেশি প্রয়োজন, তারা জরুরি বিভাগে দেখাচ্ছেন।


এদিকে আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগের টিকিট পেতে রোগীদের লম্বা লাইন। তাদের মধ্যে অধিকাংশই আউটডোরে চিকিৎসা নিতে এসেছিলেন। তবে তা বন্ধ থাকায় জরুরি বিভাগে ভিড় করছেন। 


ভোলা থেকে আজ হাসপালাতে সেবা নিতে এসেছিলেন কাউসার মিয়া। তিনি বলেন, ভোলা থেকে সকালে এসেছি ডাক্তার দেখাতে। এসে দেখি কাউন্টার বন্ধ। ডাক্তার নাকি রোগী দেখবে না। গরিব মানুষ, প্রাইভেটে ডাক্তার দেখানোর স্বামর্থ নাই। আবার ইমার্জেন্সিতে নাকি আমাদের মতো রোগীদের দেখবে না।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার