৬৭ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা


, আপডেট করা হয়েছে : 08-09-2024

৬৭ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৬৭টি দূর পাল্লার ড্রোনের মধ্যে ৫৮টি ভূপাতিত করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভে পার্লামেন্ট ভবনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।


ইউক্রেনের বিমান বাহিনী বিবৃতিতে বলছে, ইউক্রেনজুড়ে ১১টি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট তৎপর ছিল। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী দুই অঞ্চল থেকে শাহেদ ড্রোন ছোড়া হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বার্তাসংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের বাইরে রাস্তায় ড্রোনের ধ্বংসাবশেষের ছবি তোলা হয়েছে। 


২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার