রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল


, আপডেট করা হয়েছে : 08-09-2024

রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল

চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা করতে তিনি মস্কো সফরে যাচ্ছেন বলে সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। 


সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এরপরেই অজিত দোভালের রাশিয়ার সফরের খবর এলো। 


খবরে বলা হয়েছে, ইউক্রেন সফর ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর পুতিনের সঙ্গে গত ২৭ আগস্ট ফোনালাপ হয়েছে মোদির। রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মোদি পুতিনকে কিয়েভ সফর নিয়ে কথা বলেছেন এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন ইস্যুতে মীমাংসা আনতে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। 


সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও পুতিনের ফোনালাপের সময়ই সিদ্ধান্ত হয়েছে শান্তি আলোচনার জন্য অজিত দোভাল মস্কো সফরে যাবেন। তবে ঠিক কবে যাচ্ছেন- এনিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার