জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো চলছে অবরোধ। শহরের ভেতর যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে দূরপাল্লার সব বাহন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই চলছে অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, জেলা জুড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়।