রাজশাহীতে ছাত্র আন্দোলনের উপর গুলিবর্ষণকারী রবি গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 25-09-2024

রাজশাহীতে ছাত্র আন্দোলনের উপর গুলিবর্ষণকারী রবি গ্রেফতার

গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি রবিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রবি (৪৭)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।

মঙ্গলবার বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে। আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার