বৃষ্টি কমবে কবে জানালো আবহাওয়া অফিস


, আপডেট করা হয়েছে : 03-10-2024

বৃষ্টি কমবে কবে জানালো আবহাওয়া অফিস

বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে লঘুচাপের সৃষ্টি হতে পারে। আর এতে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ও শুক্রবার ৪ অক্টোবর) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, যখন বায়ুস্তরের ওপরে ও ভূপৃষ্ঠে ঘূর্ণিবাতাস থাকে, তখন তাকে আমরা লঘুচাপ বলি। এখন যেটা হচ্ছে, সেখানে বায়ুস্তরের ওপরের দিকে ঘূর্ণিবাতাস সৃষ্টি হয়েছে। কিন্তু ভূপৃষ্ঠে তা নেই। এখন বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিবাতাসের কারণে।



তিনি বলেন, এখন লঘুচাপ শুরুর আগের অবস্থা বিরাজ করছে। তবে এটি আজ লঘুচাপে পরিণত হতে পারে। এ ঘূর্ণিবাতাস এখন আছে দেশের মধ্যাঞ্চলে ঢাকা ও ফরিদপুর এলাকায়। এটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলে যাবে।


বৃষ্টি আজসহ দুই দিন থাকতে পারে। শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার