৯ ঘণ্টা পর ইরানে পুনরায় ফ্লাইট চালু


, আপডেট করা হয়েছে : 07-10-2024

৯ ঘণ্টা পর ইরানে পুনরায় ফ্লাইট চালু

ইসরায়েলের হামলার আশঙ্কায় ৯ ঘণ্টা ইরানে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছ। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সোমবার সকালে ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেন।


এর আগে স্থানীয় সময় রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ইরানের বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল।


ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র জাফর ইয়াজারলো বরাত দিয়ে ঘোষণা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) খবরের বলা হয়েছে,‘অপারেশনাল সীমাবদ্ধতার কারণে এই ফ্লাইট স্থগিত করা হয়।’


তিনি যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে তাদের ফ্লাইটের সময়সূচি পরীক্ষা করার এবং বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করার পরামর্শ দেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার