অবশেষে দল পেলেন শান্ত ও লিটন


, আপডেট করা হয়েছে : 14-10-2024

অবশেষে দল পেলেন শান্ত ও লিটন

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়। অবশেষে দলে পেলেন নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।


 ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন খেলোয়াড়কে ডেকেছে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রীত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে তাকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। 


এই ডাকে অন্যদের মধ্যে দল পেয়েছেন সৌম্য সরকার (রংপুর), ইমরুল কায়েস (খুলনা), আল আমিন হোসেন (সিলেট), খালেদ আহমেদ (চট্টগ্রাম), মুকিদুল ইসলাম (ঢাকা) এবং ইয়াসির আলী (রাজশাহী)।


এদিকে দল পেয়েছেন লিটন কুমার দাস। খেলোয়াড় কেনায় প্রথম সুযোগ ছিল দুর্বার রাজশাহীর। এরপর ঢাকা ক্যাপিটালসের। নতুন মালিকানার দলটি ক্যাটাগরি ‘এ’ থেকে নিয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। এরপর মাহমুদউল্লাহকে নেওয়ার সুযোগ ছিল চট্টগ্রাম, খুলনা, রংপুর ও সিলেটের সামনে। তবে এই দলগুলো নিয়েছে অন্যদের। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। গত বছরও এই দলে খেলেছিলেন তিনি।


এখন পর্যন্ত যারা দল পেয়েছে—


রাজশাহী: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন। 


ঢাকা: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ।


চট্টগ্রাম: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।


খুলনা: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম।


রংপুর: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান।


সিলেট: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার