ডিমের বাজারে দালাল প্রতিরোধে ভোক্তা অধিদপ্তরের নতুন কৌশল


, আপডেট করা হয়েছে : 15-10-2024

ডিমের বাজারে দালাল প্রতিরোধে ভোক্তা অধিদপ্তরের নতুন কৌশল

ডিমের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে পূর্বে নির্ধারিত মুরগির ডিমের দাম বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে ডিম ব্যবসায়ে মধ্যস্বত্বভভোগী দালালদের দৌরাত্ম্য রোধে সরাসরি পাইকারদের কাছে ডিম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও পাইকারি বাজার ছাড়াও রাজধানীর বড় বাজারগুলোতে সরাসরি ভোক্তার কাছে ডিম বিক্রি করতে পারবে উৎপাদনকারীরা।

বৈঠক শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বুধবার থেকে সারা দেশে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা। খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে ভোক্তাপর্যায়ে প্রতি ডজন ডিম কিনতে খরচ করতে হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।


এদিকে ডিমের নির্ধারিত দাম বাস্তবায়ন করতে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে কারণে তেজগাঁও আড়তের ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ করে দেন। অভিযানের পরও ডিমের দাম তেমন একটা কমেনি, বরং কিছু কিছু পাইকারি বাজারে ডিম বিক্রি বন্ধ অথবা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এতে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার