চট্টগ্রামে গভীর রাতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল


, আপডেট করা হয়েছে : 19-10-2024

চট্টগ্রামে গভীর রাতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রামে শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর হঠাৎ মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হঠাৎ মিছিল করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ কয়েকজন মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ বয়সী।


কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে যান।


মিছিলের কিছু ফুটেজ রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, 

চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।


এদিকে মিছিলের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি বলেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। দলমত নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নেমে আসার আহ্বান জানাচ্ছি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার