এবার পাসের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ


, আপডেট করা হয়েছে : 20-10-2024

এবার পাসের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার এক দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফলাফল তৈরি করা হয়েছে। এখানে কারও বিষয়ে বৈষম্য করার সুযোগ নেই। শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। 


এদিকে রোববার সকাল থেকে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে  ঢাকা, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ বোর্ডে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে বোর্ডে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের যে ফলাফল দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমাদের দাবি একটাই, মাধ্যমিকের ফলাফল অনুযায়ী এইচএসসির ফলাফল দেওয়া হোক।


জানা গেছে, বেলা ১১টায় বোর্ড চত্বরে অবস্থান নেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা বোর্ড চেয়ারম্যান ও সচিবের কক্ষের সামনে বিক্ষোভ করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার