সিংড়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


, আপডেট করা হয়েছে : 24-10-2024

সিংড়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের মতো নাটোরের সিংড়ায়ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম আলমাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হানুল হক এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।


ক্যাম্পেইনের আওতায় সিংড়া উপজেলার ২৮৯টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। এই টিকাদান কর্মসূচির লক্ষ্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের সুরক্ষা প্রদান করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার