রাজশাহীর দুর্গাপুরে খাস পুকুর দখলের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ


, আপডেট করা হয়েছে : 26-10-2024

রাজশাহীর দুর্গাপুরে খাস পুকুর দখলের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া এলাকার স্থানীয় তোতা মিয়া ২৬০ গণস্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গগনবাড়িয়া মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৩ একর ৩৯ শতক সরকারি খাস পুকুর রয়েছে, যা দীর্ঘদিন ধরে এলাকার জনসাধারণ মাছ ধরার এবং বিভিন্ন ফসলের সেচ কাজে ব্যবহার করে আসছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মো. শাহিন সরদার এবং তার সহযোগীরা বিগত ১৫ বছর ধরে এই জলাশয়টি জবর দখল করে রাখছেন। এলাকাবাসী জানায়, ৫ আগস্টের পর থেকে স্থানীয়দের বাধার কারণে শাহিন সরদার দখল করতে ব্যর্থ হন এবং সরকারের পতনের সুযোগে নিরীহ জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

তাদের অভিযোগ, এলাকার জনসাধারণের জন্য উন্মুক্ত এই জলাশয় দখলের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে যে, ভিপি কেস নং-৩৩২/৭৭ এর মাধ্যমে ৯০ শতক পুকুর লিজ নেওয়ার পর তারা আরো ৩ একর ৩৯ শতক জলাশয় অন্যায়ভাবে দখল করে ভোগ করছেন।

এলাকাবাসী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, প্রশাসন বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার