আজ থেকে সিলেটে ফুটপাত-সড়কে বসতে পারবে না হকার


, আপডেট করা হয়েছে : 27-10-2024

আজ থেকে সিলেটে ফুটপাত-সড়কে বসতে পারবে না হকার

আজ থেকে সিলেট নগরীর ফুটপাত ও সড়ক হকারমুক্ত থাকবে। তাই ফুটপাত ও সড়ক উদ্ধারে কঠোর প্রশাসন। সিটি করপোরেশন, পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিস্টরা এমন উদ্যোগ নিয়েছে। নগরীতে অসহনীয় যানজটের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হল।  


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হকাররা তাদের নির্ধারিত জায়গা ছেড়ে সড়কে চলে এসেছে। তাদেরকে তাদের জায়গায় চলে যেতে হবে। রোববার (আজ) থেকে একজন হকারকেও সড়কে বসতে দেয়া হবেনা। এটা নিশ্চিত করতে পুলিশ ছাড়াও সেনাবহিনী মাঠে থাকবে।


সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশিক নুর জানান, হকারদের আগের জায়গায় ফেরাতেই এই উদ্যোগ। 


সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী গোপনে দেশত্যাগ ও সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদের অপসারণের পর সিলেট নগরী অনেকটা ‘অভিভাবকহীন’ অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ফের নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করতে শুরু করেন ভাসমান ব্যবসায়ীরা। ফলে প্রতিদিনই পুরো নগরী অবরুদ্ধ হয়ে পড়ে যানজটে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার