রাজশাহীর উপশহর মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৮ অক্টোবর সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজের সভাপতি তরফদার মো. আক্তার জামীল। সকাল ১০টায় প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি তরফদার মো. আক্তার জামীল তার বক্তব্যে বলেন, "দেশের সার্বিক উন্নয়নে প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের নেতৃত্বের ভার গ্রহণ করতে হবে।" তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন সুশিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ব্রতী হয়। পাশাপাশি তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষার্থীদের উচিত সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করা।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠদানের সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকা এবং নিয়মিত পাঠদানের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিত থাকা ও পাঠদানের রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপশহর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং স্টেট স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম আজম। তাদের বক্তব্যে তারা শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে একটি সুন্দর ও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পরিবেশনায় সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি উপস্থাপন করেন। এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়। নবীনবরণ ও সাংস্কৃতিক এই আয়োজন শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ ও অতিথিবৃন্দ।