রাবিতে সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষক


, আপডেট করা হয়েছে : 08-07-2022

রাবিতে সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি আদেশে আগামী এক বছরের জন্য তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত চার সহকারী প্রক্টর হলেন- ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল মামুন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে মাসিক আড়াই হাজার টাকা হারে সম্মানী এবং ভাড়ামুক্ত বাসার সুবিধাসহ প্রচলিত শর্তে আগামী এক বছরের জন্য তাদেরকে সহকারী প্রক্টর পদে নিয়োগ করা হলো। আগমী ১৪ জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার