রাজশাহীর দুর্গাপুরে মো. শাহিন নামে এক মৎস্যচাষীর লিজকৃত পুকুর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করে মাছ চাষের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন শাহিন। মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মো. শাহিন জানান, তিনি উপজেলার গগনবাড়িয়া এলাকার মৃত জয়েন সরদারের ছেলে। গত ৭ মার্চ চুনিয়াপাড়া এলাকায় ১৩ বিঘা জমির একটি পুকুর তিন বছরের জন্য লিজ নেন। তবে গত ১২ অক্টোবর স্থানীয় জামান, তোতা, শাহিন, আসাদুল, তরিকুল্লাহ, ইস্রাফিল ও জীবনসহ ১৪/১৫ জন ব্যক্তি পুকুরটি দখলের চেষ্টা চালায় এবং তাকে বিভিন্ন হুমকি দেয়। শাহিন আরও অভিযোগ করেন, পুকুরটি দখলে রাখতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।
এ ঘটনার পর শাহিন ৩০ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করেন। তবে প্রতিপক্ষের চাপের মুখে মামলা প্রত্যাহার করতে বাধ্য হন বলে দাবি করেন তিনি। আপোষনামা নেয়া হলেও প্রতিপক্ষ প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ করেন শাহিন। ইতোমধ্যে তিনি ২০-২৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং পুকুরটি হাতছাড়া হলে আরও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। এ অবস্থায় তিনি নিরাপত্তা নিশ্চিত করে মাছ চাষের পূর্ণ সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামান হোসেন জানান, শাহিন ও তার লোকজন প্রায় ১৫-১৬ বছর ধরে জোর করে ওই জমি ভোগ দখল করে আসছে। তারা ৯০ শতক জমি লিজ নিয়ে আশেপাশের ব্যক্তি মালিকানাধীন জমিসহ ২০ বিঘা জমি ব্যবহার করছিল, যা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি। উভয় পক্ষকে সমঝোতার জন্য নির্দেশ দিয়েছি এবং সমাধানের চেষ্টা চলছে।"