ভোটের দিন যেমন কাটছে বাইডেনের


, আপডেট করা হয়েছে : 06-11-2024

ভোটের দিন যেমন কাটছে বাইডেনের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যের প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। পারিষদবর্গ ও সহযোগীদের সাথে নিয়ে হোয়াইট হাউস থেকে এই ভোট পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এমনটাই জানানো হয়েছে।


সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ফার্স্টলেডি জিল বাইডেন, দীর্ঘদিনের সহযোগী ও হোয়াইট হাউসের সিনিয়র স্টাফদের নিয়ে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন। 


প্রতিবেদন মতে, ভোটের দিন কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নেই তার। পুরোটা সময় হোয়াইট হাউসেই থাকবেন এবং নিয়মিত ভোটের হালনাগাদ তথ্য গ্রহণ করবেন।


তবে বাইডেনের সাথে হোয়াইট হাউসে কমলা হ্যারিসও আছেন কি না তা স্পষ্ট নয়। ইউএসএ টুডের এক প্রতিবেদন মতে, কমলা এই মুহূর্তে রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। নির্বাচনের রাত তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে উদযাপন করার পরিকল্পনা করছেন।


মঙ্গলবার সকালে হোয়াইট হাউজের ঠিক বাইরে উদ্বোধনী কুচকাওয়াজ দেখার জন্য স্ট্যান্ড তৈরি করছেন নির্মাণকর্মীরা। ওই কুচকাওয়াজের আর মাত্র ৭৬ দিন বাকি। আর হোয়াইট হাউজের অভ্যন্তরে নিরিবিলি সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অপেক্ষায় করছেন, যে নারীকে (কমলা হ্যারিস) তিনি তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি চার বছর আগে যে ব্যক্তিকে (ডোনাল্ড ট্রাম্প) তিনি পরাজিত করেছিলেন তার কাছে তা ফিরিয়ে দেবেন।


শনিবার নিজ শহর পেনসিলভানিয়ার স্ক্রানটনে একটি চূড়ান্ত নির্বাচনি প্রচারণা শেষে ডেলাওয়্যারের উইলমিংটনে বেশ কিছুক্ষণ সময় কাটান বাইডেন। এরপর সোমবার হোয়াইট হাউজে ফিরে আসেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার